ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে সাড়ে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ এর একটি দল। তারা হলেন ময়মনসিংহ সদরের চর ভবানীপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে সাগর (১৯) ও চর নিলক্ষীয়া গ্রামের রব্বানীর ছেলে জসিম (১৯)।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোর ৫টার দিকে ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়ার নাটাল মোড় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের ওপর অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় সাগর ও জসিমকে সাড়ে ১৮ কেজি গাঁজা, একটি পিকআপ ভ্যান ও মাদক বিক্রির একহাজার টাকাসহ গ্রেফতার করা হয়। এছাড়া প্লাস্টিকের ৯টি ড্রামও জব্দ করা হয় তাদের কাছ থেকে।
র্যাবের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করে আসছে বলে স্বীকার করেছেন।
এ ব্যাপারে ভৈরব মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক মামলা দিয়ে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।