ঢাকামঙ্গলবার , ২৯ জুন ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে করোনা প্রতিরোধে রক্তদান সমিতির উদ্যোগে প্রচারণা ও মাস্ক বিতরণ

প্রতিবেদক
-
জুন ২৯, ২০২১ ৭:১২ পূর্বাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: করোনা ভাইরাসের সংক্রমন রোধে কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি মাস্ক লিফলেট বিতরণ করেছে। আজ মঙ্গলবার কটিয়াদী বাসস্ট্যান্ডে শ্রমজীবী পথচারীদের মাঝে মাস্ক লিফলেট বিতরণ করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে হ্যান্ড মাইকে প্রচারণা চালান সংগঠনের নেতাকর্মীরা। 

কর্মসূচিতে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পালউপজেলা সমাজসেবা কর্মকর্তা মঈনুর রহমান মনির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শোয়েব খান, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক সরকার রাজু, কটিয়াদী সমাচারের সম্পাদক সারোয়ার হোসেন শাহীন, কটিয়াদী মডেল থানার পরিদর্শক ওবায়দুর রহমান লিটন, রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা সমন্বয়ক বদরুল আলম নাঈম, স্বপন সরকার, যুবনেতা মামুন আহমেদ, রক্তদান সমিতির সমন্বয় পর্ষদ সদস্য শিক্ষক আমান উল্লাহ, হোমিও চিকিৎসক মাহবুবুর রহমান, ছাত্রনেতা হাসান তারেক বাপ্পী, সাকিবুল হাসান সোহাগ, ফুয়াদ হাসান আদর, সংস্কৃতিকর্মী সীমান্ত পোদ্দার, একেএম মুশফিকুর রহমান রবিন, আব্রারুল হক তাকী, নোভেল আহমেদ ইমন, দেওয়ান তারেক, অলি উল্লাহ শামীম, কাওসার রানা, সাগর আহমেদ, রিয়াজুল ইসলাম রানা প্রমুখ। 

এর আগে উপজেলার আচমিতা, মুমুরদিয়া, বনগ্রাম, মসূয়া, বাজিতপুর উপজেলার পিরিজপুর, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন বাজার, কিশোরগঞ্জ জজ কোর্ট গুরুদয়াল সরকারি কলেজের মুক্ত মঞ্চে জনসাধারণের মাঝে মাস্ক লিফলেট বিতরণ করা হয়। 

 উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল বলেন, করোনা ভাইরাসের সংক্রমন রোধে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রক্তদান সমিতি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  মাস্ক লিফলেট বিতরণের মধ্য দিয়ে সংগঠনটি নিঃসন্দেহে প্রশাসনকে সহযোগিতা করছে

আপনার মন্তব্য করুন