হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: করোনাভাইরাসের বিস্তার রোধে ৭ দিনের কঠোর লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার কিশোরগঞ্জের হোসেনপুরে কঠোর অবস্থান ছিল স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
উপজেলার বিভিন্ন বাজার এলাকায় অন্যান্য দিনের মতো মানুষের ভিড় দেখা যায়নি, দোকানপাটও বন্ধ ছিল। সকাল থেকেই বিভিন্ন সড়কের মোড়ে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা। এ সময় জরুরী প্রয়োজন ছাড়া যারা সড়কে বের হয়েছেন পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে তাদের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ এর নেতৃত্বে প্রশাসনের একটি টিম লকডাউন কার্যকর করতে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. আবুবকর সরকার, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী, হোসেনপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন. হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ কাম উচ্চমান সহকারী স্বপন কুমার বর্মণ।
সরকারি বিধি নিষেধ অমান্য করার কারনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে একহাজার টাকা জরিমানা করেন।