হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন কার্যকর করতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসন রোভার স্কাউট দলকে সম্পৃক্ত করেছেন।
শুক্রবার দুপরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রোভারস্কাউট সদস্যরা লকডাউন কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মন্তব্য করুন