ঢাকাশুক্রবার , ২ জুলাই ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

প্রতিবেদক
-
জুলাই ২, ২০২১ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জে শুক্রবার পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার অষ্টবর্গ গ্রামের মোশাররফ হোসেন ভূঁইয়ার ছেলে সুমন ভূঁইয়া (৩০) ও পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র রিয়াদ মিয়া (১০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার অষ্টবর্গ এলাকায় মসজিদ থেকে পাশের একটি স্থাপনায় নেওয়া বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক  মৃত ঘোষণা করেন। সুমন পেশায় একজন বিদ্যুৎমিস্ত্রী ছিলেন বলে জানা গেছে।

অপরদিকে শুক্রবার সকাল ৭টার দিকে পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা এলাকায় রিয়াদ মিয়া ঘরের সামনে চার্জ দেওয়া অবস্থায় একটি অটোরিকশাকে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য করুন