পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা।‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অভিবাসী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১১টায় পাকুন্দিয়া উপজেলা প্রশাসন এক আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক আলী আকবর, পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আজিজ আকন্দ, একাডেমি সুপারভাইজার শারফুল ইসলাম, পপি এনজিওর উপজেলা সমন্বয়কারী শাহিন হায়দার প্রমুখ।