অনলাইন ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে নছর মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একটি দল। নছর মিয়া একটি হত্যা মামলার পরোয়ানাভূক্ত আসামী বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের কেন্দুয়াই এলাকায় একটি হত্যা মামলার পরোয়ানাভূক্ত ও সিআর সাজাপ্রাপ্ত (২৬৪/১৮) আসামী অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে কেন্দুয়াই গ্রামে অভিযান চালায়। এ সময় নছর মিয়াকে গ্রেফতার করা হয়। নছর মিয়া কেন্দুয়াই গ্রামের মৃত আসাদ ওরফে আশিকের ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গ্রেফতারের পর তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়।
আপনার মন্তব্য করুন