অনলাইন ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও ব্রাহ্মণবাড়িয়া সদরে অভিযান চালিয়ে ৩৫ বোতল স্কাফসহ (ফেনসিডিল) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একটি দল। গত মঙ্গলবার রাতে এ অভিযান চালায় র্যাব।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ৯ টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শ্যামলীঘাট বিসমিল্লাহ হোটেলের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় বিজয়নগর উপজেলার কালিসিমা মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে হাসান উল্লাহকে (৪৫) গ্রেফতার এবং তার কাছ থেকে ৩০ বোতল স্কাফ জব্দ করা হয়। এছাড়া রাত সাড়ে ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা দক্ষিণপাড়ার সুলতান আহমেদ এর বাড়ির উত্তর পাশে কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে রাধিকা দক্ষিণপাড়া গ্রামের সুলতান আহমেদের ছেলে ফরহাদ মিয়াকে (২৫) ৫ বোতল স্কাফসহ গ্রেফতার করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন চোরাচালানের মাধ্যমে মাদক দ্রব্য দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
