করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জের প্রবীণ আওয়ামী লীগ নেতা সিরাজ সরকার (৭৫) ইন্তেকাল করেছেন। বুধবার রাত ১০টার দিকে করিমগঞ্জ সদরের থানা রোডস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার জোহরের নামাজের পর করিমগঞ্জ বাজার জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি করিমগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
শোক
তার মৃত্যুতে করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এমরান আলী ভূইয়া, আবুল বাশার শামীম, করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মাহবুব ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম বাচ্চু গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।