ঢাকাMonday , 7 March 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

প্রতিবেদক
-
March 7, 2022 4:25 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা সংগ্রামের সূচনালগ্নে ১৯৭১ সনের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ও মুক্তির লক্ষ্যে দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।সেই কালজয়ী ভাষণ আজ ইতিহাসের অংশ। দিবসটি কিশোরগঞ্জে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়।

এ উপলক্ষে আজ সোমবার সকালে জেলা মু্ক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ আলোচনা সভা এবং শিশু একাডেমি শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।

আপনার মন্তব্য করুন