পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষকদের মাঝে বিনামূ্ল্যে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বিনামূল্যে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব যন্ত্র, চাবি ও কাগজপত্র তুলে দেন।
উপজেলার ছয়টি ইউনিয়নে মোট সাতটি যন্ত্র বিতরণ করা হয়। এরমধ্যে এগারসিন্দুর ইউনিয়নে ২টি, চরফরাদীতে ১টি, জাঙ্গালিয়ায় ১টি, পাটুয়াভাঙ্গায় ১টি, হোসেন্দীতে ১টি ও চণ্ডিপাশা ইউনিয়নে ১টি।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুস সামাদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. মোশারফ হোসেন, হামিমুল হক সোহাগ, মোহাম্মদ বোরহান উদ্দিন, মো. বজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ যন্ত্র দ্বারা দ্রুততম সময়ে ভুট্টা মাড়াই সম্ভব হবে। এতে করে শ্রমিক সংকট পুষিয়ে নিতে পারবে কৃষক।