ঢাকাবুধবার , ৯ মার্চ ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে কুকুরের কামড়ে আহত ৯

প্রতিবেদক
-
মার্চ ৯, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে বীর বেতাগৈর ইউনিয়নের বীর কামটখালী গ্রামে গত এক সপ্তাহে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে এলাকায় কুকুর আতঙ্ক বিরাজ করছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বীর কামটখালী গ্রামে রাস্তাঘাটে, হাটবাজারে এবং বাড়িতে একের পর এক পাগলা কুকুর মানুষকে কামড় দেয়ায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে

কুকুরের কামড়ে আহতরা হলেন বীর কামটখালী গ্রামের ইদ্রিস আলী ফকির (৫০), শাহাব উদ্দিন (৪৫), শাহজাহান (৫০), আবুল মনসুর (৩০), নজরুল ইসলাম (৫৫), কিতাব আলী (৫৪), হাশেম (৭০), আনিস মিয়া (৬৫) আমেনা খাতুন (৮০)

কুকুরের কামড়ে আহত শাহজাহান বলেন, কুকুরে কামড়ের পর তিনি ময়মনসিংহের একটি হাসপাতাল থেকে ভ্যাকসিন নিচ্ছেন

স্থানীয় নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক বলেন, পাগলা কুকুরের কামড়ে অনেকেই আহত হয়েছেন।  কুকুর নিধনে আমরা চেষ্টা করছি

নান্দাইল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশিদ বলেন, কুকুরের কামড়ে আহত  ব্যক্তি হাসপাতালে আসলে আমরা প্রেসক্রিপশন করে দিলে কিশোরগঞ্জ থেকে বিনামূল্যে ভ্যাকসিন নিতে পারবেন। সেখান থেকে এই সেবা নিতে পরামর্শ দেন তিনি

পাগলা কুকুর নিধনে স্থানীয়ভাবে কোনো উদ্যোগ না থাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।

আপনার মন্তব্য করুন