মাত্র ১১ বছর বয়সেই ফুটফুটে এই শিশুটি ব্যাটারী চালিত ইজি বাইকের চালক হয়েছে। বাবা মাসহ ছয় জনের সংসারে বড় ভাইয়ের পাশাপাশি সেও হয়ে গেছে একজন দক্ষ ড্রাইভার। স্কুলে কেন যাওনা প্রশ্নের জবাব দিতে গিয়ে লাজুক স্বরে বলেছে, ক্লাশ টু পর্যন্ত পড়েছি আর ভালো লাগেনা, তাই বাবা মা রিকশা চালাতে বলছে। তার পরিবারের আর্থিক অবস্থা কেমন এবং কে কি করে ইত্যাদি প্রশ্ন করার লক্ষণ টের পেয়েই এমদাদ স্টিয়ারিং এক্সেলেটরে চাপ দিয়ে হাসির ফুলকি ঝরিয়ে দ্রুত গতিতে ইজি বাইক নিয়ে সটকে পড়ে।
এমদাদ নামের এই শিশুটির সাথে গতকাল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলাধীন নিয়ামতপুর বাজারের রাস্তায় দেখা হয়। তার সম্পর্কে বিস্তারিত জানতে না পারলেও মনের গহীন থেকে উত্থিত হলো ” শিশুদের জন্য হ্যাঁ বলুন ” বাক্যটি। ওর ক্ষেত্রে “হ্যাঁ” কখন বলবো?
ওর বর্তমান অবস্থার সাথে? নাকি মধুময় দূরন্ত শৈশবে ফিরে যাবার স্বপ্নিল প্রয়াসের সাথে? হায়রে শিশু দূরন্ত,
কষ্টের নেই সুর অন্ত ! (বিশিষ্ট ছড়াকার হারুন আল রশীদের ফেসবুক ওয়াল থেকে নেওয়া)