নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব থেকে ৩০ কেজি গাঁজাসহ জাহিদুল বেপারী (৩৪) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার সকালে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ভৈরব থানা এলাকায় অভিযান চালায়। এ সময় ৩০ বান্ডিল পলিথিনে মোড়ানো ৩০ কেজি গাঁজা, নগদ একহাজার টাকাসহ জাহিদুল বেপারীকে গ্রেফতার করে । তিনি নাটোর জেলা সদরের বড়ঘরিয়া গ্রামের আব্দুল হালিম বেপারীর ছেলে।
র্যাবের কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী গ্রেফতার জাহিদুল বেপারীকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে ভৈরব থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আপনার মন্তব্য করুন