নিজস্ব প্রতিবেদক: প্রধান শিক্ষকদের গ্রেড পরিবর্তন, শতভাগ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদানসহ পাঁচদফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি মো. হোসেন আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন চন্দ্রা রাণী সরকার, সারোয়ার জাহান খান, মো. গোলাম ফারুক, মো. হুমায়ুন কবীর, মো. নজরুল ইসলাম, জসীম উদ্দিন, মো. আসাদুজ্জামান খান, মো. শামছুজ্জামান, কবীর উদ্দিন মিল্কী, আফাজুর রহমান খান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ঐচ্ছিক বদলী প্রথা চালু, প্রধান শিক্ষকদের পাশাপাশি সহকারী প্রধান শিক্ষকদের গ্রেড পরিবর্তনসহ জাতীয়করণের দাবিও জানান।
আপনার মন্তব্য করুন