করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জে পতাকা উত্তোলন দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল ৯ টায় উপজেলা সাধারণ পাঠাগার চত্বরে পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তসলিমা নূর হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মো. ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মুসলেহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির স্বপন ভাণ্ডারী, হারুন অর রশিদ, সাংস্কৃতিক কর্মী আবু সুফিয়ান, ছাত্রলীগ নেতা নুরুল হক জুনায়েদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক হাবিবুর রহমান বিপ্লব। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র নামের একটি সংগঠন অনুষ্ঠানটির আয়োজন করে।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১১ মার্চ করিমগঞ্জে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
আপনার মন্তব্য করুন