নিজস্ব প্রতিবেদক: “বিদ্যুতের অপচয় রোধে প্রযুক্তির ব্যবহার” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে শুরু হয়েছে দুদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।
আজ শনিবার কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ–১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত।
মেলায় ১২০টি স্টল স্থাপন করা হয়েছে।
আপনার মন্তব্য করুন