হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: জাতীয় পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫০ তম শীতকালীন খেলাধুলা ও এ্যাথলেটিকস প্রতিযোগিতায় ঢাকা বিভাগে কিশোরগঞ্জের হোসেনপুরের দুই শিক্ষার্থী কৃতিত্ব অর্জন করেছে।
আজ শনিবার সকালে ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালযের ৭ম শ্রেণির ছাত্রী সুস্মিতা রাণী সূত্রধর দীর্ঘ লাফে প্রথম এবং ৮ম শ্রেণির ছাত্রী বীথি আক্তার বর্শা নিক্ষেপে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা বেগম বলেন, জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর এমন কৃতিত্বে আমরা গর্বিত।
আপনার মন্তব্য করুন