হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল উত্তর পাড়া গ্রামে একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে ফাতেমা–জব্বার মাদ্রাসা ও এতিমখানা নামে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
মাওলানা রকুনুজ্জামান বেলালীর সভাপতিত্বে এবং বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশন ময়মনসিংহ বিভাগের সভাপতি মো. মাসুদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী, পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন, ইউপি চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন, আজহারুল ইসলাম রহিত, আওয়ামী লীগ নেতা শাহজাহান মণ্ডল, ব্যবসায়ী মুজিবুর রহমান, রফিকুল ইসলাম, জসিম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, হোসেনপুর উপজেলার ৫নং শাহেদল ইউনিয়নের শাহেদল মৌজায় ৭৩ শতক জমিতে ফাতেমা-জব্বার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি প্রতিষ্ঠা করা হয়েছে।