করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ বুলেটিন পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আজহারুল ইসলাম ফকির রতনের পিতা মো. সিরাজুল ইসলাম ফকির (৭৩) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার বিকাল ৩ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি ২ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
সোমবার তার গ্রামের বাড়ি করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের উত্তর মনসন্তোষ গ্রামের ঈদগাহে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, মো. সিরাজুল ইসলাম ফকির কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ছিলেন।
আপনার মন্তব্য করুন