পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিয়ে প্রতিরোধে অংশীজনদের করণীয় শীর্ষক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা পপি ৭১– এর আয়োজনে এডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।
পপি–৭১ এর প্রজেক্ট অফিসার মো. শাহীন হায়দারের সভাপতিত্বে সভায় পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর–এ আলম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পপি–৭১ এর অংশীজন সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগের বিষয়ে বক্তারা আলোচনা করেন।