হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে একটি রাস্তা সংস্কারের অভাবে জনগণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। যান চলাচলেও বিঘ্ন ঘটছে। এ নিয়ে এলকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, উপজেলা সদরের নতুন বাজার মোড় থেকে হাজীপুর পাকা রাস্তার দক্ষিণ ধূলিহর অংশের দুশ মিটার রাস্তাটির সংস্কার নেই দীর্ঘদিন ধরে। ফলে রাস্তাটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি হেঁটে চলাচলেও পথচারীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
রাস্তার দুপাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষা এলেই ভাঙ্গা রাস্তায় পানি জমে যায়। ফলে কাদা পানিতে একাকার হয়ে পড়ে রাস্তাটি। এর ফলে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে।
এ ব্যাপারে হোসেনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী শেখ ফরিদের সাথে কথা বললে তিনি জানান, রাস্তার পাশে ড্রেন নির্মাণের জন্য প্রজেক্ট দেওয়া হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা যাবে।
ভাঙ্গা ও জড়াজীর্ণ রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।