পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীমেলা আয়োজন উপলক্ষে আজ সোমবার সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী। সভায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, চরফরাদী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবু, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ঝোটন, নারান্দি ইউপি চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো. হাদিউল ইসলাম, চণ্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শামসুদ্দিন, সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর–এ আলম খান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আজিজ আকন্দ, মহিলা বিয়য়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম প্রমুখ।
সভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীমেলা আয়োজনসহ বিভিন্ন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।