ঢাকাTuesday , 15 March 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কৃষক হত্যা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে কৃষক সমাবেশ

প্রতিবেদক
-
March 15, 2022 7:03 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কৃষক হত্যা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে কৃষক সমাবেশ করেছে জেলা কৃষক লীগ। আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার অষ্টবর্গ গ্রামে শহীদ কৃষক মকসু মিয়ার বাড়ির পাশে মসজিদ প্রাঙ্গণে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সহ সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ লিংকন ও আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক দীপক দাস, কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর, তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন ছফি, প্রচার সম্পাদক আকবর খন্দকার, কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হেভেন, শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইটনা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বজলু মিয়াবাজিতপুর উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুহানুর রহমান সোহান, সদর উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, লতিবাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদির ভুইয়া ও আনিসুজ্জামান খোকন।

এর আগে মকসু মিয়ার কবর জিয়ারত করে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

উল্লেখ্য, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ১৯৯৫ সালের ১৫ মার্চ সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ১৮ জন কৃষক নিহত হন। কিশোরগঞ্জে নিহত হয়েছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার অষ্টবর্গ গ্রামের কৃষক মকসু মিয়া।

আপনার মন্তব্য করুন