হোসেনপুর ( কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে স্কুল শিক্ষার্থীদের দিনব্যাপী মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণের আয়োজন করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ প্রকল্প।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ। বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন, প্রোগ্রামার মো. আল আমিন, শিক্ষক প্রতিনিধি রাজীব মাহমুদ প্রমুখ।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মন্তব্য করুন