হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে পানিতে ডুবে হোসাইন (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে হোসেনপুর পৌরসভার কাইছমা এলাকায় ঘটনাটি ঘটে। হোসাইন কাইছমা গ্রামের ইছমাইল মিয়ার ছেলে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাড়ির পাশে খেলা করছিল হোসাইন। এক পর্যায়ে বাড়ির লোকজনের অজান্তে পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। পরিবারের লোকজন খোঁজাখুজি করে না পেয়ে পরে পুকুরে শিশুটিকে ভাসতে দেখে। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোসেনপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আবুল হোসেন ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য করুন