ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে সিএনজিচালিত অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২ টার দিকে গজারিয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামের আলাউদ্দিনের ছেলে দফাদার আরফান আলী (৪৫) ও গজারিয়া গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে স্কুলছাত্র আমিন (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দফাদার আরফান আলী সিএনজিচালিত অটোরিকশায় করে ভৈরব বাজারের দিকে যাচ্ছিলেন। গজারিয়া গ্রামে বিপরিত দিক থেকে আসা একটি নসিমনের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাসিমন গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে থাকা স্কুলছাত্র আমিনের ওপর উঠে যায়। দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী আরফান ও আমিন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। গজারিয়া ইউপি চেয়ারম্যান শাহরিয়ার কবির সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা (পিপিএম) জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় দুজনের লাশ তাদের বাড়িতে নিয়ে গেছে।