নিজস্ব প্রতিবেদক: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন কিশোরগঞ্জে নানা আনুষ্ঠানিকতায় উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।
সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং পরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত জাতির জনকের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়। কিশোরগঞ্জ-১ (সদর, হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজল, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি পেশার মানুষ পুষ্পস্তবক অর্পন করেন। এর আগে রাত ১২.০১ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা কেক কেটে জন্মদিন উদযাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজল প্রমুখ।
এ উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। বিকালে জেলা আওয়ামী লীগ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে।