পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: আসন্ন পবিত্র রমজান উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রী দেওয়া হবে। এ লক্ষ্যে আজ শনিবার বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. হাসান আলী, পৌরসভার সচিব সৈয়দ শফিকুর রহমান প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, টিসিবি ডিলার ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী জানান, ২০ মার্চ থেকে পর্যায়ক্রমে পাকুন্দিয়া পৌরসভাসহ ৯টি ইউনিয়নের ২১ হাজার ৯৪২জন নিম্ন আয়ের পরিবার (কার্ডধারী) টিসিবির পণ্যসামগ্রী ক্রয় করতে পারবেন। এরমধ্যে পাকুন্দিয়া পৌরসভার ২ হাজার ৪০৯জন, জাঙ্গালিয়া ইউনিয়নে ২ হাজার ৯৭৩জন, চরফরাদী ইউনিয়নে ২ হাজার ৪৫জন, এগারসিন্দুর ইউনিয়নে ২ হাজার ৮৭৩জন, বুরুদিয়া ইউনিয়নে ২ হাজার ২৫৫জন, পাটুয়াভাঙ্গা ইউনিয়নে ৩ হাজার ১২৬জন, নারান্দী ইউনিয়নে ১ হাজার ৬৮৯, হোসেন্দী ইউনিয়নে ৮৮৫, চন্ডিপাশা ইউনিয়নে ১ হাজার ৯৮৮জন ও সুখিয়া ইউনিয়নে ১ হাজার ৬৯৯জন। এতে প্রত্যেক পরিবার পাবেন ২২০ টাকায় ২ লিটার সয়াবিন তেল, ১৩০ টাকায় ২ কেজি ডাল, ১১০ টাকায় ২ কেজি চিনি।