নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে হলে নতুন প্রজন্মকে পরিশীলিত হতে হবে। তাদেরকে মাদক, ইভটিজিং থেকে দূরে থাকতে হবে।
তিনি আজ শনিবার সন্ধ্যার পর কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা পাবলিক লাইব্রেরি আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। ২০৪১ সালে উন্নত দেশের কাতারে আমরা পৌঁছাবো। তিনি বলেন, বঙ্গবন্ধুর মূল লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি। অর্থনৈতিক মুক্তির লক্ষ্য অর্জনে আমরা এগিয়ে চলছি।
জেলা পাবলিক লাইব্রেরির সহ সভাপতি ও প্রতিযোগিতা উপ কমিটির আহ্বায়ক এডভোকেট শেখ নূরুন্নবী বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন ফারুকী, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার ও কিশোরগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বাহাদুর আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু. আব্দুল লতিফ।
আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় প্রতিটি বিভাগে তিনটি গ্রুপে বিজয়ী ২৭ জনকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সদস্য সামিউল হক মোল্লা ও লুৎফুন্নেছা চিনু।