নিজস্ব প্রতিবেদক: জানমালের নিরাপত্তাসহ ১১ দফা দাবিতে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ। আজ রবিবার কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ২০১৬ সালের ১৪ মার্চ নোয়াখালীর সোনাইমুড়িতে হেযবুত তওহীদের দুই সদস্যকে জবাই করে হত্যা, বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগের সাথে জড়িত অনেক আসামিকে আইনের আওতায় আনা হয়নি। যাদেরকে আইনের আওতায় আনা হয়েছে, তারা রাজনৈতিক হয়রানীর অজুহাত তুলে জামিনে বেরিয়ে এসে প্রকাশ্যে হুমকি দিয়ে যাচ্ছে। এ অবস্থায় আবারও হামলার আশঙ্কা করছেন তারা।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ধর্মীয় মত প্রকাশের অধিকার ও সংগঠন করার অধিকার সংবিধান সম্মত। কিন্তু গত কয়েক বছর ধরে তাদের সে অধিকার ক্ষুন্ন করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, উগ্রবাদী গোষ্ঠী হেযবুত তওহীদের নামে মিথ্যা অপবাদ দিয়ে লিফলেট বিতরণ করে উস্কানি দিচ্ছে। হামলাকারী, উস্কানিদাতা ও উগ্রবাদীদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের জেলা শাখার সভাপতি নাজমুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় রাজনৈতিক যোগাযোগ সম্পাদক রহমত উল্লা রানা, জেলা মহিলা বিষয়ক সম্পাদক আসমা খাতুন, জেলা রাজনৈতিক বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার রুপা, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি যায়েদুর রহমান সুমন, বাজিতপুর উপজেলা শাখার সভাপতি ওবায়দুর রহমান, হোসেনপুর উপজেলা শাখার সভাপতি রাজন আহমেদ প্রমুখ।