নিজস্ব প্রতিবেদক: নির্মাণসামগ্রির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন সাধারণ ঠিকাদাররা। আজ রবিবার বেলা ১২টার দিকে জেলা কালেক্টরেট কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ঠিকাদাররা বলেন, রড, সিমেন্ট, পাথর, বালু, ইট, বিটুমিন, জিও ব্যাগ, জিও শিট, শিট পাইল, ডিজেলসহ বিভিন্ন নির্মাণ সামগ্রির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া নির্মাণ শিল্পের সঙ্গে সম্পৃক্ত শ্রমিক, সুপারভাইজার ও দক্ষ জনবলের মজুরীও ৩০ থেকে ৪০ ভাগ বৃদ্ধি পেয়েছে। বেড়েছে পরিবহন খরচও। এ অবস্থায় কিশোরগঞ্জ জেলায় সরকারি বিভিন্ন বিভাগ ও দপ্তরের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি হুমকির মুখে পড়েছে এবং ঠিকাদাররা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
এ পরিস্থিতিতে তারা ভ্যাট ও আয়কর মওকুফ এবং নির্মাণ সামগ্রির দাম বাজারদরের সঙ্গে সমন্বয় করার দাবি জানান। অন্যথায় চলমান কাজ বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোস্তফা গোলাম রব্বানী, মো. এহসানুল ইসলাম এহসান, ইকবাল আহমেদ চৌধুরী অপু, মো. মোফাজ্জল হোসেন, মো. সহিদুল হক লাবলু প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।