নিউজ একুশে ডেস্ক: ভৈরব-আশুগঞ্জ ব্রিজে অভিনব পদ্ধতিতে ট্রেনের যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাত পৌনে ৮টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ রেলস্টেশনের আশেপাশে অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করে। তারা হলেন আশুগঞ্জের চর চারতলা গ্রামের মিলন মিয়ার ছেলে সাগর মিয়া (২০) ও আবুল মিয়ার ছেলে জনি মিয়া (১৯), একই উপজেলার যাত্রাপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে বিজয় (১৯) ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার দৌলতকান্দি গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার ছেলে শিবলী মাহমুদ (২৯)। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম জানান, গ্রেফতারকৃতরা সাগর মিয়ার নেতৃত্বে আশুগঞ্জ ব্রিজে ট্রেন আসার আগে রেলিং ধরে মোবাইল ছিনতাইয়ের জন্য ওৎ পেতে থাকে। ট্রেন আসলে যাত্রীরা যখন ব্রিজ এবং মেঘনা নদীর প্রাকৃতিক দৃশ্য ধারণ করার জন্য মোবাইল ফোন বের করে ছবি তুলতে থাকে, তখন তারা থাবা দিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। কখনো কখনো ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে যাত্রীদেরকে আঘাতও করে। ছিনতাই করা মোবাইল ফোনগুলো মোবাইল মেকানিক শিবলী মাহমুদসহ বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে মর্মে তারা স্বীকার করে।
এ ব্যাপারে পেনাল কোড-১৮৬০ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয় বলে র্যাব জানায়।