নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামী দিদারুল ইসলাম মাসুমকে (২৬) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাত ৮টার দিকে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব-৭ চট্টগ্রামের পতেঙ্গা ক্যাম্প যৌথভাবে অভিযানটি চালায়।
র্যাব সূত্র জানায়, গত ৩ মার্চ রাত ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ নয়াপাড়া এলাকা থেকে দিদারুল ইসলামসহ আরও দুইজন ভিকটিম কিশোরীকে মুখ চেপে ধরে নয়াপাড়া হরিবিলে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পরদিন কিশোরগঞ্জ মডেল থানায় মামলা হয়।
র্যাবের কোম্পানী অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, ঘটনার পর থেকেই আসামীদের ধরতে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প গোয়েন্দা তৎপরতা শুরু করে। মামলার প্রধান আসামী চট্টগ্রামে অবস্থান করছে মর্মে গোয়েন্দা তৎপরতায় জানতে পারে র্যাব। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার কলসি দীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে তাকে। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ নয়াপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে।
পরে তাকে কিশোরগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়।