নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জ শহরের একরামপুর এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ ইসমাইল মিয়া (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি একরামপুর সিএনজি অটোরিকশা স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় বালিশ সদৃশ একটি ব্যাগের ভিতর রাখা ১০ কেজি গাঁজা, নগদ ৮০০টাকা ও একটি মোবাইল ফোনসেটসহ ইসমাইল মিয়াকে গ্রেফতার করে। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চণ্ডিবের (বেপারিপাড়া) গ্রামের মৃত পিয়ার হোসেনের ছেলে।
র্যাবের কোম্পানী অধিনায়ক মো. শাহরিয়ার মাহমুদ খান গ্রেফতার ইসমাইল মিয়াকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।