পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দের মা মোছা. রাবেয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার দুপুর ১২.১০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি পৌর এলাকার চালিয়াগোপ গ্রামের প্রয়াত খুর্শিদ উদ্দিন আকন্দের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি তিন ছেলে, দুই মেয়ে ও নাতি–নাতনিসহ অংসখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিকাল সাড়ে ৫টার দিকে নিজ গ্রামের একটি মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেণু, পৌরসভার সাবেক মেয়র এডভোকেট মো. জালাল উদ্দিন ও মো. আক্তারুজ্জামান খোকন গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।