কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ‘দানবীয় আঁধারের প্রতিরোধ ভাঙুক অনির্বাণ দীপশিখা’ স্লোগানে কিশোরগঞ্জের কটিয়াদীতে দীপশিখা গ্রন্থাগার ও সংগ্রহশালার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রন্থাগার উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলার জালালপুর ইউনিয়নের ৭৪নং ফেকামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হয়।
গ্রন্থাগারের সভাপতি বদরুল আলম নাঈমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবৃত্তিকার আবদুল্লাহ আল ফাহাদ, শিক্ষক তামান্না আক্তার রীমা, সমাজকর্মী সালমান আহমেদ, ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ, নবী হোসেন, আশরাফিজুর রহমান হৃদয়, আজমল আহমেদ শাকিব প্রমুখ।
গ্রন্থাগার উৎসবে সেরা পাঠক পুরস্কার প্রদান, স্মারক বৃক্ষরোপণ, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
গ্রন্থাগারের সভাপতি বদরুল আলম নাঈম বলেন খুন, ধর্ষণ, মাদক, কিশোর গ্যাং সংস্কৃতি ও অনলাইন গেম আসক্তির মতো ভয়াবহ ব্যাধি থেকে মুক্তি পেতে হলে যুব সমাজকে গ্রন্থাগারমুখী করতে হবে। তরুণদের মাঝে পাঠাভ্যাস তৈরি হলে খুন, ধর্ষণ, ছিনতাই, মাদকসহ বিভিন্ন ধরণের অপরাধ প্রবণতা অনেকাংসে হ্রাস পাবে। বই পড়া ও সাহিত্য-সংস্কৃতি চর্চা বৃদ্ধির ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নানামুখী উদ্যোগ গ্রহণের দাবি জানান তিনি।
এ সময় হেলাল উদ্দিন, মাহফুজ আহমেদ, জাকির হোসেন, শাহীন আহমেদ, জুয়েল আহমেদ, গোলাম জাকারিয়া, মৃন্ময়ী, দেলোয়ার হোসেন, মারফি, মনির হোসেন, শাকিল, আরাফাত, কামরুল, রাফিউল আলম তামিম প্রমুখ উপস্থিত ছিলেন।