বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন বড় ভাই। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে সরারচর ইউনিয়নের পুরানগাঁও গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কাশেমের ছেলে রাকিবের (১৭) সাথে পারিবারিক বিষয় নিয়ে তার সহোদর ছোট ভাই জাকিরের (১৫) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাকিব ছোট ভাই জাকিরকে লাঠি দিয়ে আঘাত করে। পরে জাকির বড় ভাই রাবিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আশংকাজনক অবস্থায় রাকিবকে বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পারিবারিক বিষয় নিয়ে সহোদর দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে খুনের ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মন্তব্য করুন