নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে অষ্টগ্রাম উপজেলার নির্মাণাধীন বাহাদুরপুর সেতু (সবুরের ভাঙ্গা ব্রিজ) পরিদর্শন করেন রাষ্ট্রপতি।
পরিদর্শন শেষে অষ্টগ্রামে জেলা পরিষদ ডাকবাংলোতে যান রাষ্ট্রপতি। সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয় । কিছুক্ষণ সেখানে বিশ্রাম নেন তিনি। বিশ্রাম শেষে সন্ধ্যা ৭ টার দিকে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।
রাষ্ট্রপতির এই সফরে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), রাষ্ট্রপতির দপ্তরের সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও অষ্টগ্রাম উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেখান থেকে মিঠামইনের কামালপুরে ফিরে নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন তিনি।