ঢাকাবৃহস্পতিবার , ৩১ মার্চ ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে অধ্যাপকের বিদায় সংবর্ধনা

প্রতিবেদক
-
মার্চ ৩১, ২০২২ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যাপক মো. ইয়াকুব আলী সিকদারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকের সংবর্ধনা প্রদানকালে কান্নায় ভেঙ্গে পড়েন।

হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোছলেহ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক আব্দুল হাকিম, তাজুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, সহকারী অধ্যাপক নুরুল আযম, শরীফুল হক, মো. কুতুবুল আলম, কামাল উদ্দিন, সিনিয়র প্রভাষক আশরাফ আহমেদ, শিক্ষার্থীদের মধ্যে ইশরাত জাহান ইশা, আলপিনা, মরিয়মসহ বিদায়ী শিক্ষক মো. ইয়াকুব আলী সিকদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। সভায় বক্তাগণ বিদায়ী অধ্যাপক মো. ইয়াকুব আলী সিকদার এর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, চাকুরীকালীন সময়ে তিনি নিরলসভাবে পাঠদান করতেন। কলেজ প্রতিষ্ঠালগ্নে তার অবদান অনস্বীকার্য। সততা ও নিষ্ঠার সঙ্গে কলেজ সুন্দর ও সুচারূরূপে পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করায় সভাপতি ও অধ্যক্ষসহ সকলেই তার ভুয়সি প্রশংসা, দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করেন।

বিদায় অনুষ্ঠানে তাকে কলেজের পক্ষ থেকে নানা উপহার দেওয়া হয়।

আপনার মন্তব্য করুন