ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে বাংলাভিশন ও দৈনিক যায় যায় দিন পত্রিকার প্রতিনিধি অধ্যাপক সত্যজিৎ দাস ধ্রুব এর পিতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিশিষ্ট পল্লী চিকিৎসক নলিনী রঞ্জন দাস আর নেই।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ভৈরব শহরের রফিকুল ইসলাম মহিলা কলেজ সংলগ্ন সত্যজিত দাসের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ দুপুরে তার গ্রাম ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের পাঁচঘর হাটিতে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে কোদালকাটি নদী তীরবর্তী শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন করা হয়।
আপনার মন্তব্য করুন