পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মৎস্য অফিসের বাস্তবায়নে মৎস্যচাষীদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে চারদিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলীন শহীদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার আপেল, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাউসার মিয়া, জাইকার প্রতিনিধি পলাশ কর প্রমুখ।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সির (জাইকার) সহযোগিতায় মৎস্যচাষীদেরকে জনস্বাস্থ্যের হুমকি সরূপ বর্জ্য পদার্থ, কৃত্রিম হরমোন ব্যবহার না করি প্রকৃতিক উপায় অনুশীলনের মাধ্যমে মৎস্য উৎপাদনে দক্ষতা বৃদ্ধি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
এতে উপজেলার ৬০ জন মৎস্যচাষী অংশ নিচ্ছেন।