নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ড. প্রিয়ব্রত পাল। আজ সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
যোগদান অনুষ্ঠানে উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. আ ন ম নৌশাদ খান, ট্রাস্টি সদস্য ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার, চৌধুরী খায়রুল হাসান, মো. মনিরুল হক, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. আরজ আলী ও আইন অনুষদের ডিন প্রফেসর রফিকুল আলম।
যোগদানের পর প্রফেসর ড. প্রিয়ব্রত পাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্যেই বিদেশ থেকে পড়াশোনা শেষ করে নিজের দেশকে কিছু দেবার জন্যই শিক্ষকতার মতো মহান পেশাকে বেছে নিয়েছেন তিনি। শিক্ষকদেরকে ছাত্রবান্ধব হতে হবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের কোমল মনে স্বপ্ন বুনে দিবেন। সেই স্বপ্ন লালন করেই শিক্ষার্থীরা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনবে।
এ সময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা উপাচার্য ড. প্রিয়ব্রত পালকে ফুল দিয়ে বরণ করে নেন।