স্টাফ রিপোর্টার: চলমান লকডাউনের মধ্যেও অনেকটাই কর্মমুখর কিশোরগঞ্জের সড়কগুলো। সেনাবাহিনীর টহলেও সড়কে যানবাহন ও লোকজনের চলাচল কমছেনা। অনেক দোকান পাটেও বেচা কেনা চলছে।
অনেকটাই লুকোচুরি খেলার মত কিশোরগঞ্জে লকডাউনের অবস্থা। শহরের দোকান পাটের সাটার অর্ধেক খোলা রেখে বেচা কেনা চলছে। পুলিশ বা সেনাবাহিনীর গাড়ি দেখলেই ভিতর থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আজ রবিবার শহরের বড় বাজার, তেরি পট্টি, ঈশাখাঁ রোড, স্টেশন রোডসহ বিভিন্ন গলির দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় দেখা গেছে। অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সড়কগুলোতে সেনাবাহিনী মোতায়েন থাকার পরও যানবাহন ও লোকজনের চলাচল থামানো যাচ্ছেনা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হচ্ছে। কিছু কিছু স্থানে পুলিশকে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা আটকে গদি নিয়ে যেতে দেখা গেছে।
তবে অনেকটাই বিনা বাধায় প্রাইভেট কার ও মাইক্রোবাস চলাচল করেছে। লকডাউন দেখতেও অনেকেই বিভিন্ন মোড়ে ভিড় করছেন প্রতিদিন।
আর গ্রামাঞ্চলের অবস্থা আরও করুণ। গ্রামগুলোতে যেন স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই। বাইরে বের হলেও বেশিরভাগ মানুষের মুখে মাস্ক পর্যন্ত থাকেনা। আগে যেমন ছিল, এখনও অনেকটা তেমনই।