নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা আজ রবিবার দুপুর সোয়া ২টা থেকে বিকাল সোয়া ৩টা পর্যন্ত পৃথক দুটি অভিযান চালায়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ভৈরবের আমলাপাড়া বালুর মাঠ সংলগ্ন পাভেল মিয়ার বাড়ির পূর্ব পাশের ৪ নং কক্ষে অভিযান চালিয়ে শাহাদাৎ মিয়া (৩০) নামে একজনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৬৬৭ বোতল ফেনসিডিল, ১০২ কেজি গাঁজা ও নগদ ২৪ হাজার টাকা জব্দ করা হয়। তিনি কমলপুর আমলাপাড়া এলাকার মৃত জজ মিয়ার ছেলে।
অপর অভিযানে আমলাপাড়া বিদ্যুৎ অফিস মোড়স্থ আল আমিন এর বাড়ির পূর্ব পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে উজ্জ্বল মিয়া ওরফে বাঘা (৪০) নামে একজনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় সাড়ে ৫৩ কেজি গাঁজা। তিনি একই এলাকার মৃত জসিম মিয়ার ছেলে।
র্যাবের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম গ্রেফতার দুজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে ভৈরব থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।