হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ২৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ, সার এবং ভর্তুকির আওতায় কম্বাইন হারভেস্টার যন্ত্র দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন লাইনে যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন কিশোরগঞ্জ–১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
২০২১–২২ অর্থবছরের খরিপ–১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুমা আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম, কৃষক মো. নাজিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপ–সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।