পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চোরাই গরুসহ সজিব (১৯) নামে একজনকে ধরে পুলিশে দিয়েছে জনতা। মঙ্গলবার রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চর তেরটেকিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। সজিব পাকুন্দিয়ার চরকাওনা মুনিয়ারীকান্দা গ্রামের সৈয়দুজ্জামানের ছেলে। তাকে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে একটি সংঘবদ্ধ গরুচোর চক্র চর তেরটেকিয়া গ্রামের মকসুদ মিয়ার বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছিল। চুরির বিষয়টি টের পেয়ে মকসুদ মিয়া গোয়াল ঘরে গেলে সজিব ও হৃদয়সহ ৪/৫জনের একটি চক্র তার গরুটি চুরি করে নিয়ে যেতে দেখেন। এ সময় তার ডাকচিৎকারে এলাকার লোকজন এসে গরুসহ সজিবকে আটক করে। তবে হৃদয়সহ অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পাকুন্দিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলে গরুসহ সজিবকে পুলিশের কাছে সোপর্দ করে জনতা।
এ ঘটনায় মকসুদ মিয়া বাদী হয়ে পাকুন্দিয়ায় থানায় সজিব ও হৃদয়সহ অজ্ঞাত আরও ৪/৫জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (অ: দা:) নাহিদ হাসান সুমন বলেন, সজিবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।