পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ভূমিহীন পরিবারকে শতভাগ পুনর্বাসন বিষয়ক উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেণু, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ, থানার অফিসার ইনচার্জ (অঃ দাঃ) নাহিদ হাসান সুমন প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের একজন মানুষ গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন, গৃহহীন পরিবারকে দুই শতক জমিসহ ঘর নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে।
সভায় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন