কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: “রুদ্র কালবৈশাখীর মতো জাগো তারুণ্য” স্লোগানে বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসব অনুষ্ঠিত হয়।
ঘুড়ি উৎসবে উপজেলা পরিষদ পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার মো. ইসরাঈল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি গিয়াস উদ্দিন আহমদ, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঈনুর রহমান মনির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা ভিপি দুলাল বর্মণ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীপক রায়, স্বপন কিশোর সরকার, মো. ইমরান, দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি বদরুল আলম নাঈম, সাধারণ সম্পাদক জিসান আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, হাসান তারেক বাপ্পী, প্রশান্ত বিশ্বাস, বিক্রম বাসপুর, জুয়েল আহমেদ, হিমেল, রানা, আপন, নিবিড়, আবির, সাজিদ, অমি প্রমুখ উপস্থিত ছিলেন।
উৎসবে বিভিন্ন আকার, আকৃতি ও রঙ–বেরঙের বহুসংখ্যক ঘুড়ি উড়ানো হয়। নীল আকাশ জুড়ে সৃষ্টি হয় মনোরম দৃশ্যের। এ সময় দর্শণার্থীদের উপস্থিতিতে বিদ্যালয়ের মাঠ মুখরিত হয়ে উঠে।
ঘুড়ি উড়ানো প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।