নিজস্ব প্রতিবেদক: হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের বিচার, অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও নদী-খাল-বিল খননসহ পাঁচদফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কৃষক ও ক্ষেতমজুর সমিতি।
আজ শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাওরে বাঁধ নির্মাণসহ উন্নয়নের নামে শত শত কোটি টাকা খরচ করলেও এ টাকার বেশিরভাগই লুটপাট করা হয়। ফলে প্রতিবছর বাঁধ ভেঙ্গে কৃষকের ফসলি জমি তলিয়ে যায়। অন্যদিকে বর্গাচাষী ও লিজ নিয়ে জমি চাষ করে যে কৃষক, তারা সরকারের প্রণোদনা বা ক্ষতিপূরণ পায়না। ক্ষতিপূরণ নিয়ে যায় জমির মালিক। অথচ তারা চাষের সাথে জড়িত নয়। এ অবস্থায় চাষের সাথে জড়িত ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে ক্ষতিপূরণসহ অনিয়ম দুর্নীতিতে জড়িতদের বিচারের দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, হাওর অঞ্চলসহ বিভিন্ন স্থানের নদী-খাল-বিল ভরাট হয়ে শুকিয়ে গেছে। অবিলম্বে এগুলো খনন করার দাবি জানান তারা। এছাড়া জলমহাল ইজারা প্রথা বাতিল এবং পল্লী রেশনিং ব্যবস্থা চালু করারও দাবি জানানো হয়।
কিশোরগঞ্জ জেলা কৃষক সমিতির সভাপতি এনামুল হক ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক, জেলা কমিউনিস্ট পার্টির সদস্য আবুল হাসেম মাস্টার, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্দু, মাহতাব উদ্দিন প্রমুখ।
মানববন্ধন সঞ্চালনা করেন জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন।